আমাদের সম্পর্কে

CYFBD একদল উদ্যেমী তরুণদের দ্বারা পরিচালিত। যাদের লক্ষ হচ্ছে ছোট ছোট কুটির শিল্প তৈরি করে বেকারত্ব দূরীকরণ আত্নকর্মসংস্থান সৃষ্টি করে মানবতার কল্যাণে অগ্রগামী ভূমিকা রাখা এছাড়াও  নিম্নোক্ত উদ্দোশ্যাবলী নিয়ে CYFBD কাজ  করে যাচ্ছে।

 

💓 মোটিভেশনাল ক্লাসের ব্যবস্থা। 

💓 প্রশিক্ষণের ব্যবস্থা (সনদ সহ)।

💓 ক্ষুদ্র ঋণ সহায়তা।

💓 চাকরি তথ্য দিয়ে সহযোগিতা করা।

💓 যুব ছাত্রদের টিউশনি ও লজিংয়ের ব্যবস্থা করা।

💓 সব ধরণের সামাজিক অনুষ্ঠান, জাতীয় ও আর্ন্তজাতিক দিবস পালন করা।

💓 বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা।

💓 সামাজিক বিপন্ন লোকদের কল্যাণ সাধন করা।

💓 আমাদের সদস্যদের মধ্যে সমবায় মূলক কর্মকান্ড গড়ে তোলা।

💓 প্রাকৃতিক দূর্যোগের সময় দূর্গতের সহোযোগিতা করা।

💓 যুব ফান্ড গঠন করা।

💓 বিনোদনমূলক কর্মসূচী গ্রহণ করা।

💓 যুবকদের সমাজ সেবামূলক কাজে উৎসাহিত করা।

💓 অন্যান্য সামাজিক সংগঠনের সাথে সুসম্পর্ক বজায় রাখা।

একটি মন্তব্য পোস্ট করুন (0)