CYFBD একদল উদ্যেমী তরুণদের দ্বারা পরিচালিত। যাদের লক্ষ হচ্ছে ছোট ছোট কুটির শিল্প তৈরি করে বেকারত্ব দূরীকরণ ও আত্নকর্মসংস্থান সৃষ্টি করে মানবতার কল্যাণে অগ্রগামী ভূমিকা রাখা এছাড়াও নিম্নোক্ত উদ্দোশ্যাবলী নিয়ে CYFBD কাজ করে যাচ্ছে।
💓 মোটিভেশনাল ক্লাসের ব্যবস্থা।
💓 প্রশিক্ষণের ব্যবস্থা (সনদ সহ)।
💓 ক্ষুদ্র ঋণ সহায়তা।
💓 চাকরি তথ্য দিয়ে সহযোগিতা করা।
💓 যুব ছাত্রদের টিউশনি ও লজিংয়ের ব্যবস্থা
করা।
💓 সব ধরণের সামাজিক অনুষ্ঠান, জাতীয় ও আর্ন্তজাতিক
দিবস পালন করা।
💓 বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ
করা।
💓 সামাজিক বিপন্ন লোকদের কল্যাণ সাধন করা।
💓 আমাদের সদস্যদের মধ্যে সমবায় মূলক কর্মকান্ড
গড়ে তোলা।
💓 প্রাকৃতিক দূর্যোগের সময় দূর্গতের সহোযোগিতা
করা।
💓 যুব ফান্ড গঠন করা।
💓 বিনোদনমূলক কর্মসূচী গ্রহণ করা।
💓 যুবকদের সমাজ সেবামূলক কাজে উৎসাহিত করা।
💓 অন্যান্য সামাজিক সংগঠনের সাথে সুসম্পর্ক বজায় রাখা।